চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সুয়ারেজের বিকল্প খুঁজছে বার্সা

জানুয়ারিতে বয়স ৩২ বসন্ত পার করবে। কতদিন খেলা চালিয়ে যাবেন, সেই হিসাব-নিকাশ নিজেই শুরু করেছেন। বসে নেই বার্সাও। মার্কা জানিয়েছে, সুয়ারেজ না থাকলে তার বিকল্পও ঠিক করতে উঠেপড়ে লেগেছে স্প্যানিশ জায়ান্টরা।

এল ক্ল্যাসিকো জেতার পর সুয়ারেজ বলেন, বার্সা আরেকজন স্ট্রাইকার খুঁজলে তিনি অবাক হবেন না। বয়সের কথা চিন্তা করে দলের প্রতি তার আহ্বান, ৯ নম্বর খোঁজার এখনই সময়।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সুয়ারেজ বার্সায় আসেন ২০১৪ সালে। ২১২টি ম্যাচ খেলে ১৫৮টি গোল করেছেন। রোববার ক্ল্যাসিকোতে করেছেন হ্যাটট্রিক।

প্রভাবশালী দৈনিক মার্কা তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, জেনোয়ায় খেলা স্ট্রাইকার ক্রিজিসটফ পিয়াটেককে বার্সা পরীক্ষা করতে পারে। ইতালিয়ান লিগে এই মৌসুমে ১১ ম্যাচে ১৩ গোল করেছেন তিনি। ট্রান্সফার ফি কিংবা পারিশ্রমিক নিয়ে তার সঙ্গে বার্সার খুব একটা ঝামেলা হবে না বলেই দলটি তার দিকে হাত বাড়াচ্ছে।

এছাড়া সামনের মৌসুমে বার্সায় ফিরে আসার সম্ভাবনা আছে পাকো আলকাসারের। বরুশিয়ার হয়ে ধারে খেলছেন তিনি।

এই দুজনের বাইরে নিকোলাস পেপের নামও শোনা যাচ্ছে।