চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সুলতানা কামালের হুমকিদাতাদের গ্রেফতারের দাবি

সুলতানা কামালসহ প্রগতিশীল নাগরিকদের হুমকিদাতাদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা। সুলতানা কামালের পাশে থাকার প্রতিশ্রুতির পাশাপাশি তারা গণআন্দোলনের ডাক দিয়েছেন।

নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় নাগরিকরা অবিলম্বে ৫৭ ধারা এবং কওমি মাদ্রাসার ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।

অসাম্প্রদায়িক বাংলাদেশের চরিত্রকে হুমকির মুখে ফেলে ভোটের রাজনীতি না করার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান বক্তারা।

তারা মনে করেন, শুধু বক্তৃতাবাজি না করে আরও একবার একাত্তরের মতো ঐক্যবদ্ধ হতে হবে।

টেলিভিশন টকশোতে দেওয়া বক্তব্যের বিকৃত ব্যাখ্যা করে মানবাধিকার নেত্রী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামালকে হুমকি দেয় হেফাজতে ইসলাম। তার প্রতিবাদ করতেই আজ একাত্ম হন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

হেফাজত ইস্যুতে সরকার পিছু হটলে তাদের বিরুদ্ধেও লড়াইয়ে নামার আহ্বান জানিয়ে হেফাজতের অংশগ্রহণ থাকলে টিভি টক-শোতে না যাওয়ার কথাও জানিয়েছে তারা।

রাঙামাটিতে জাতিগত ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ এবং সুলতানা কামালকে হত্যার হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে শুক্রবার বিকাল ৩টায় শাহবাগে ‘ছাত্র-জনতার প্রতিবাদ’ ব্যানারে সমাবেশের ডাক দেয়া হয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: