চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সুরের ধারার বর্ষবরণ প্রস্তুতি

ভোরের সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হাজারো কণ্ঠে নতুন বাংলা বছর ১৪২৪ সালকে স্বাগত জানাবে সুরের ধারা-চ্যানেল আই। হাজারো কণ্ঠে নতুন বছরকে বরণ করে নিতে সুরের ধারার তত্ত্বাবধানে চলছে প্রস্তুতি। এবার পঞ্চগীতিকবির গানসহ বর্ষবরণ উৎসবে থাকছে নানান আয়োজন।

১৪২৪ বঙ্গাব্দের নতুন ভোরকে আলিঙ্গন করে নিতে রাজধানীর লালমাটিয়ায় বর্ষবরণ প্রস্তুতি শুরু হয়ে গেছে । ১ থেকে ১১ এপ্রিল প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত থাকছে গানের মহড়ার আয়োজন।
সুরের ধারার অর্ধযুগ উদযাপন উপলক্ষে এবারের উৎসবের আকর্ষণ কোলকাতার পুলক সরকারের সঙ্গীত পরিচালনায় ১৩টি কোরাস। সেইসাথে থাকছে দেশবরেণ্য ২৫জন নৃত্যশিল্পী এবং সংগীত শিল্পীদের পরিবেশনা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গনে ১৩ এপ্রিল সন্ধ্যা ৬টায় চৈত্রসংক্রান্তি উৎসব আর ১৪ এপ্রিল সূর্যোদয়ের সাথে সাথে বংশীবাদক গাজি আব্দুল হাকিমের বাঁশির সুরে বাঙালির প্রাণের বৈশাখকে বরণ করবে চ্যানেল আই ও সুরের ধারা।

২০১২ সাল থেকে সারাদেশের হাজার শিল্পীর কণ্ঠে বাংলা নতুন বছরকে বরণ করে আসছে সুরের ধারা চ্যানেল আই।

বিস্তারিত রোকসানা আমিন এর ভিডিও রিপোর্টে:

https://youtu.be/VKta9khtEa0