চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিলো ফ্রেন্ডশিপ স্কুল

সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন বই ও অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ফ্রেন্ডশিপ স্কুল। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএনআই এর হেড অব নিউজ ও ফ্রেন্ডশিপ স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মো.জুয়েল আহমেদ, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বিজনেস স্কুল হেড ও অ্যাসোসিয়েট প্রফেসর ও ফ্রেন্ডশিপ স্কুলের ন্যাশনাল সেক্রেটারি এস এম আরিফুজ্জামান, ইগলু আইসক্রিমের হেড অব […]

সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন বই ও অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ফ্রেন্ডশিপ স্কুল।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএনআই এর হেড অব নিউজ ও ফ্রেন্ডশিপ স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মো.জুয়েল আহমেদ, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বিজনেস স্কুল হেড ও অ্যাসোসিয়েট প্রফেসর ও ফ্রেন্ডশিপ স্কুলের ন্যাশনাল সেক্রেটারি এস এম আরিফুজ্জামান, ইগলু আইসক্রিমের হেড অব মার্কেটিং সুরাইয়া সিদ্দিকা, নেসলে বাংলাদেশের ম্যানেজার রেবেকা শারমিন, রুবি সিমেন্টের ম্যানেজার সৈয়দা তাহেরা প্রমুখ।

এ সময় তারা ফ্রেন্ডশিপ স্কুলের শিশুদের সার্বিক অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি প্রত্যেকেই এই কাজের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে সহযোগিতা করাতে চান।

সমাজের সকল স্তরের মানুষকে এমন মহতী উদ্যোগের সাথে সম্পৃক্ত হতেও আহ্বান জানান তারা।

ফ্রেন্ডশিপ স্কুলের ৪টি শাখায় বর্তমানে প্রায় ৫০০ সুবিধাবঞ্চিত শিশু বিনা বেতনে শিক্ষাগ্রহণের সুযোগ পাচ্ছে।