চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘ফ্রেন্ডশিপ স্কুল’র ইফতার মাহফিল

সুবিধাবঞ্চিত শিশুদের ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডশিপ স্কুল’ এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল পৌরসভা মিলয়াতনে আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছারউদ্দিন জুয়েল, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) আশরাফুল মমিন খান, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপ স্কুলের স্বপ্ননায়ক মো. জুয়েল আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মো. রাশেদ খান মেনন।

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের এই শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলের ৪টি শাখায় প্রায় ৫ শতাধিক সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র শিশু বিনাবেতনে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।