চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একই পরিবারের ৩ জন নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১ জন।

আজ বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলায় প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মধুসূধন ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এতে এলাকায় বসবাসকারী হারুন মিয়ার স্ত্রী মৌসুমী বেগম (৪৫), মেয়ে মাহিমা বেগম (৪), ছেলে মো. হোসাইন (১), এবং সেলিনা বেগম নামের একজন গুরুতর আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩জনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের নিজ বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চকবানীপুর গ্রাম। তারা সুনামগঞ্জের পাটলি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুলেমানপুর গ্রামের লন্ডন প্রবাসী বুলু মিয়ার বাড়িতে দেখাশোনার দায়িত্বে ছিলেন। ঝড়ের কারণে তাদের টিন সেডের বসত ঘরে গাছ পড়ে ঘরে থাকা ৪ জন আহত হন এবং পরে ৩ জনের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মধুসূধন ধর বলেন, পাটলি ইউনিয়নে গাছ পড়ে ৩জন মারা গেছেন। একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে তিনি এখন সুস্থ আছেন।