চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সুনামগঞ্জের হাওরে নিষিদ্ধ ‘কোনা জাল’ দিয়ে অবাধে মাছ শিকার

সুনামগঞ্জের হাওরে নিষিদ্ধ কোনা জাল দিয়ে অবাধে মাছ শিকার চলছে। এতে দিনে দিনে কমে যাচ্ছে দেশি মাছের প্রাচুর্য। এর পরিপ্রেক্ষিতে পোনা মাছ শিকার বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সুনামগঞ্জের হাওরগুলোতে নিষিদ্ধ কোনা জাল দিয়ে অবাধে মাছ ধরছে হাওরপাড়ের মানুষ। কোনা জালের ছিদ্র মশারির ছিদ্রের চেয়েও ছোট হওয়ায় মাছের সবচেয়ে ছোট পোনাটিও উঠে আসে জালে। অনেক সময় ডিমও আটকা পড়ে যায়।

একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হিসাবে, হাওরের ৫৫ প্রজাতির মাছ বিপন্ন অবস্থায় রয়েছে। এর মধ্যে মহাশোল, রিটা, নানিদ, বাঘাইড়সহ পাঁচ প্রজাতির মাছ অতি সংকটাপন্ন এবং আরও ১৫ প্রজাতির মাছ রয়েছে সংকটনাপন্ন অবস্থায়। যত দ্রুত সম্ভব কোনাজাল, কারেন্ট জাল ব্যবহার বন্ধের দাবি এলাকাবাসীর।

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, অবাধে মাছ ধরা বন্ধে মোবাইল কোর্ট, জরিমানাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওর, জামালগঞ্জের হালির হাওর, আঙ্গারুলি হাওর, দক্ষিণ সুনামগঞ্জের সাংহাই হাওরের মৎস্যজীবীরা কোনা জাল বেশি ব্যবহার করছে।

এ কে এম মহিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত