চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সীমান্তে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলন

কুমিল্লা প্রতিনিধি : দুই দেশের সহযোগিতার মাধ্যমে সীমান্তে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কুমিল্লায় বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কুমিল্লা ক্লাব মিলনায়তনে দুই দেশের জেলা প্রশাসন ও জেলা ম্যাজিষ্ট্রেট পর্যায়ের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে দুই দেশের সীমান্তের চোরাচালান, মাদক, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধে ব্যবস্থাপনাসহ গোমতী নদীর পানি বন্টন, সীমান্তের অধিবাসী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব বিনিময় সম্পর্কে আলোচনা করা হয়।

সম্মেলনে বাংলাদেশের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার এর জেলা প্রশাসকগণ এবং ভারতের ক্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা, সিপাহজলা ও খোয়াই জেলার জেলা ম্যাজিষ্ট্রেটগণ অংশগ্রহণ করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমিন বলেন, ভারত ও বাংলাদেশের ডিসি-ডিএম যৌথ সীমান্ত সম্মেলন হচ্ছে দুইটি দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত তৈরির প্রতিচ্ছবি।