চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিলেট ও মৌলভীবাজারে বন্যার আরও অবনতি

সিলেট ও মৌলভীবাজারে বন্যার আরও অবনতি হয়েছে। পানিবৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি এলাকা। বেড়িবাঁধেও ভাঙ্গন দেখা দিয়েছে। বন্যা দুর্গতদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় ত্রাণ সহায়তা পাচ্ছেননা তারা।

সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং বিয়ানীবাজার উপজেলায় ১শ’টির বেশী গ্রাম প্লাবিত হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে জেলার ১৭৪ টি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়।

ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলায় দুই লাখ মানুষ এখনো পানিবন্দি রয়েছে। এ পরিস্থিতি সামাল দিতে জেলায় মোট ৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

স্থানীয় প্রশাসন বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে অভিযোগ এলাকাবাসির।

মৌলভীবাজারের দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও চিকিৎসা সমস্যা দেখা দিয়েছে। শিশুসহ অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।

ওদিকে রাজনগর উপজেলার কামারচাক, ফতেহপুর, উত্তরভা ও টেংরা ইউনিয়ন বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সেসব জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ৩০ হাজার মানুষ।

বন্যায় প্লাবিত হয়েছে বিস্তির্ণ এলাকা। দুর্গতদের চাল ও নগদ টাকা বিতরণ করছেন প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: