চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সিলিন্ডার চেক করতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪

টাঙ্গাইলের ভূঞাপুরে সিএনজি চালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।

বুধবার পৌর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ভূঞাপুর পৌর এলাকার ছাব্বিশা গ্রামের কালু শেখের ছেলে আব্দুল গফুর (৪০), গোপালপুর উপজেলার নলীন গ্রামের গোপাল চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস (৩০) , ঘাটাইল উপজেলার পাচঁটিকড়ি গ্রামের আব্দুল হাকিমের ছেলে শুকুর (৩৫) ও ভূঞাপুর উপজেলার মাদারিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে রুবেন হোসেন (৫৪)।

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার আল মামুন জানান, অগ্নিদগ্ধ হওয়া চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত চারজনের মধ্যে তিনজনের ৩০ শতাংশের উপরে পুড়ে গেছে।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার একাব্বর হোসেন জানান, ভূঞাপুর বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সিএনজি চালিত অটোরিকশার একটি সিলিন্ডারে গ্যাস আছে কি না চেক করার জন্য মুখ খোলা হয়। সেখান থেকে গ্যাস বের হয়ে পাশা থাকা চায়ের দোকানে আগুন লেগে যায়। এসময় চায়ের দোকানদারসহ ৪ জন অগ্নিদগ্ধ হয়।