চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তুরস্ককে সতর্ক করেছেন ট্রাম্প

সিরিয়ায় কুর্দি গেরিলা অবস্থানে তুর্কি হামলার প্রস্তুতিতে তুরস্ককে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেই সাথে তুরস্ক হামলা চালালে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপেরও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে কুর্দিরা নিয়ন্ত্রণ করলেও তুরস্ক তাদের নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী পিকেকে সংগঠনের অংশ বলেই মনে করে।

টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট হুশিয়ার করে বলেছেন, সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর আইএস পুনর্গঠিত হলে এবং তুরস্ক কুর্দিদের উপর হামলা চালালে তাদের ওপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করবে যুক্তরাষ্ট্র।

তবে ওই হুমকির পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে এ বিষয়ে আলোচনার কথা স্বীকার করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।