চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সিরিয়ার শিশুদের সত্যিকারের ‘হিরো’ বললেন রোনালদো

বড়দিনের ছুটিতে থাকা সদ্য ব্যালন ডি অর বিজয়ী পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্টিয়ানো নালদো এবার মানবতার জয়গান গেলেন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শিশুদের পাশে দাঁড়িয়ে এক ভিডিও বার্তায় জানালেন, তোমরাই সত্যিকারের ‘হিরো’।

২০১১ সাল থেকে গৃহযুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায়। প্রতিদিনই নারী পুরুষের সঙ্গে এই মৃত্যুকূপে শামিল হচ্ছে শিশুরাও। দেশটির আলেপ্পো নামক অঞ্চলে অধিক হারে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে।

সম্প্রতি সাত বছরের শিশু বানা আলাবেদ তার মায়ের সহায়তায় পূর্ব আলেপ্পো থেকে টুইট করে৷ হামলায় তাদের বাসস্থান ধ্বংস হয়ে গেছে৷ এখন সে ও তার পরিবার গোপনে অবস্থান করছে৷ সেখান থেকেও টুইট করছে বানা৷ সবশেষ আরেক টুইটে তার বাবার আহত হওয়ার খবর দিয়েছে বানা৷

সিরিয়ার আরেক শরণার্থী মেয়ে কলম আর কাগজ বেছে নিয়েছে তার জীবনের গল্প বলতে৷  ছবির ক্যাপশনে সে লিখেছে, ‘‘এটা সিরিয়া, মৃত্যু দূত৷ সিরিয়ার রক্ত ঝড়ছে৷’’

শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেভ দ্য চিলড্রেনের দূত হিসেবে কাজ করা  ক্রিশ্টিয়ানো রোনালদো সিরিয়ার শিশুদের এমন নির্মম অবস্থার কথা জেনেছেন।

সেভ দ্য চিলড্রেনের সহায়তায় বড়দিনের উৎসবের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরিয়ার শিশুদের উদ্দেশে একটি ভিডিও পোস্ট করেন রোনালদো।

সিরিয়ার শিশুদের উদ্দেশে ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘এটা সিরিয়ার শিশুদের জন্য। আমরা জানি তোমরা খুবই খারাপ অবস্থায় রয়েছ। আমি খুবই বিখ্যাত একজন ফুটবলার। কিন্তু সত্যিকারের হিরো তোমরাই। আশা ছেড়ো না। পৃথিবী তোমাদের পক্ষে। আমরা তোমাদের সমর্থন করি। আমি তোমাদের সঙ্গে রয়েছি।’

ভিডিওটি দেখতে নীচে ক্লিক করুন: