চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিরিজ নিউজিল্যান্ডের

টেস্ট সিরিজে বাজেভাবে হেরে শুরু হয়েছিল সফর। পরে দুর্দান্ত জয় দিয়ে সাদা পোশাকের সিরিজ ড্র করেছিল নিউজিল্যান্ড। শেষ টেস্টের ফর্ম টি-টুয়েন্টিতেও ধরে রাখল কিউইরা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে টিম সাউদির দল।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান করে শ্রীলঙ্কা। জবাবে ২ বল বাকি থাকতে ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।

লঙ্কানদের হয়ে ব্যাটসম্যানরা ছোট ছোট ইনিংস খেললেও হাফসেঞ্চুরির দেখা পাননি কেউই। সর্বোচ্চ ৩৯ রান করেন নিরোশান ডিকেভেল্লা। ৩৭ রান করেন আভিস্কা ফার্নান্দো। এছাড়া কুশল মেন্ডিস ২৬ ও শেহান জয়সুরিয়া ২০ রান করেন।

কিউইদের হয়ে সেথ রেন্স তিনটি উইকেট নেন।

লঙ্কান ইনিংসের জবাব দিতে নেমে শুরুতে বেশ বেকায়দায় পড়ে নিউজিল্যান্ড। ৩৮ রানেই হারিয়ে ফেলে তিন উইকেট। তবে আগের ম্যাচের মতো আবারো ত্রাতা কলিন ডি গ্র্যান্ডহোম। তাকে দারুণ সঙ্গ দেন টম ব্রুস। ৪৬ বলে তিন ছক্কা ও দুই চারে ৫৯ রান করে আউট হন গ্র্যান্ডহোম।

হাফসেঞ্চুরি তুলে নেন ব্রুসও (৫৩)। তবে শেষ ওভারে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দেয় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত অবশ্য মিচেল স্যান্টনার কোনো অঘটন ঘটতে দেননি। দুই বলে এক ছয় ও এক চারে ম্যাচ জিতিয়ে দেন বাঁহাতি এ স্পিন অলরাউন্ডার।

দুদলের নিয়মরক্ষার শেষ ম্যাচ হবে ৬ সেপ্টেম্বর, ক্যান্ডিতে।