চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিরিজ জয়ে শেষ হাসি সাউথ আফ্রিকার

পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে পাঁচ ওয়ানডের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে সাউথ আফ্রিকা। সিরিজে ২-২এ সমতা নিয়ে খেলতে মেনেছিল দুদল।

কেপটাউনে শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ২৪০ রান তোলে পাকিস্তান। জবাবে ১০ ওভার আর ৭ উইকেট অক্ষত রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা।

টস জিতে সফরকারীদের বোলিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। শুরুতে ফখর জামানের ৭০, মাঝে শোয়েব মালিকের ৩১, আর শেষে ইমাদ ওয়াসিমের অপরাজিত ৪৭ রানে চ্যালেঞ্জিং পুঁজি পায় পাকিস্তান।

প্রোটিয়াদের হয়ে ২টি করে উইকেট নেন প্রিটোরিয়াস ও ফেলুকোয়ও। ডেল স্টেইন, রাবাদা ও মুল্ডার নেন একটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে আমলাকে (১৪) দ্রুত হারালেও আরেক ওপেনার ডি ককের ঝড় ম্যাচ সহজ করে দেয়। ১১ চার ও ৩ ছয়ে ৫৮ বলে ৮৩ রান করে ফেরেন ডি কক।

পরে হেনড্রিকস ৩৪ করে সাজঘরে হাঁটা দেন। বাকি কাজটুকু সারেন ফ্যাফ ডু প্লেসিস ও ফন ডার ডুসেন। ৫০ রানে অপরাজিত থাকেন দুজনই।

পাকিস্তান ও সাউথ আফ্রিকা এবার তিন টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে, প্রথম লড়াই শনিবার, কেপটাউনে।