চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিরিজে টিকে রইলো ভারত

প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সিরিজ বাঁচিয়ে রাখতে হলে রাঁচিতে জিততেই হতো ভারতকে। টিকে থাকার ওই লড়াইয়ে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

৬৯ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-১-এ সমতা ফিরিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। ভারতের করা ১৯৬ রানের জবাবে ১২৭ রানে গুটিয়ে গেছে সফরকারীরা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে দারুণ সূচনা এনে দেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৭ ওভারে ৭৫ রান।

দুসমান্থা চামিরার বলে আউটের আগে ২৫ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫১ রানের ইনিংস খেলেছেন ধাওয়ান।

এরপর রোহিতের ৩৬ বলে ৪৩ রান, রাহানের ২১ বলে ২৫ এবং শেষদিকে সুরেশ রায়নার ১৯ বলে ৩০ রান এবং হারদিক পাণ্ডের ১২ বলে ২টি ছক্কায় করা ২৭ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ভারতের স্কোর হয়েছে ২০০ ছুঁই ছুঁই।

জবাবে ১৬ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা। রবিচন্দ্রন অশ্বিন-আশিষ নেহরাদের মারাত্মক বোলিংয়ে শেষ পর্যন্ত ১২৭ রানে থামে সফরকারীদের ইনিংস।

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ হবে ১৪ ফেব্রুয়ারি।