চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যমুনার চরে ভুট্টা চাষে সাড়া ফেলেছেন অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য

সিরাজগঞ্জে ব্যক্তি উদ্যোগে যমুনার চরে প্রথমবারের মতো ভুট্টা চাষ করে সাড়া ফেলেছেন অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য। প্রতি বিঘায় ভুট্টা উৎপাদন হয়েছে ৩৫ থেকে ৪০ মণ। ফলন দেখে আগ্রহী হয়েছেন আশপাশের এলাকার কৃষক।

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোট পিয়ারী চর। কয়েক বছর আগেও এই বিস্তীর্ণ এ চরটি ছিলও পানির নীচে। জেগে ওঠার পর এবারই প্রথম ভুট্টা আবাদ করেছেন সাবেক এক সেনা সদস্য। খুরশিদ আলম নামে অবসরপ্রাপ্ত ওই সেনা সদস্য স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় চরাঞ্চলে ভুট্টা চাষ শুরু করেন। সাত বিঘা জমিতে ভুট্টা চাষে তার খরচ হয়েছে ৭০ হাজার টাকা। বাজারে ভুট্টা বিক্রি করে লক্ষাধিক টাকা আয়ের আশা করছেন তিনি।

আশেপাশের কৃষকের মধ্যে ভুট্টার আবাদ সম্প্রসারণে খুরশিদ আলম গঠন করেছেন উদীয়মান কৃষি সমবায় সমিতি।

পতিত চরাঞ্চলে পরিকল্পিতভাবে ভুট্টা চাষ বাড়াতে নানা উদ্যোগ নেয়ার কথা জানায় কৃষি বিভাগ।

চলতি বছর জেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে