চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সিরাজগঞ্জের কাজিপুরে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ

অবশেষে সিরাজগঞ্জের কাজিপুরে নির্মিত হলো স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। প্রায় ৫ কিলোমিটার বাঁধ নির্মাণ হওয়ায় নদী ভাঙ্গন থেকে বাঁচলো কাজিপুর। ভাঙ্গন রোধ হওয়ায় কাজিপুর জুড়েই চলছে উন্নয়ন কার্যক্রম। নেয়া হচ্ছে নতুন নতুন প্রকল্প।

সিরাজগঞ্জ জেলার নদী ভাঙ্গন কবলিত উপজেলার মধ্যে কাজিপুর অন্যতম। গত কয়েক দশকে যমুনা নদীর ভাঙ্গনে বদলে গেছে কাজিপুরের মানচিত্র। ১২ টি ইউনিয়নের ৬ টিই এখন চরাঞ্চল। বর্ষা মৌসুম এলেই ভাঙ্গন আতংকে দিন কাটতো এলাকাবাসীর। তবে উপজেলার ঢেকুরিয়া থেকে ক্ষুদবান্ধি পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার এলাকা স্থায়ী বন্যা নিয়ন্ত্রন বাাঁধ নির্মিত হওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থায়ী বাঁধ নির্মাণ হওয়ায় বদলে যাচ্ছে কাজিপুরের চিত্র। গড়ে উঠছে নতুন নতুন অফিস শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা অবকাঠামো। তৈরী হচ্ছে রাস্তা ব্রিজ কালভার্ট সহ যোগাযোগ ব্যবস্থা।

অন্য এলাকা এখনও অরক্ষিত থাকায় ভাঙ্গন আতংকে রয়েছে সেখানকার মানুষ। অরক্ষিত এলাকাতেও দ্রুত বাঁধ নির্মানের তাগিদ তাদের। তবে এ ব্যাপারেও প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: