চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সিনহা হত্যা মামলায় ৪ পুলিশসহ ৭ আসামি রিমান্ডে

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর মেজর অবঃ সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় অভিযুক্ত চার পুলিশসহ সাতজনকে সাতদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

এ মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার সকাল ১১ টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এ আদেশ দেন।

জেলে থাকা পুলিশ কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া এবং মঙ্গলবার গ্রেপ্তার হওয়া পুলিশ এর মামলার সাক্ষী নুরুল আমিন, নিজামুদ্দিন ও মুহাম্মদ আয়াছ’র ১০ দিনের রিমান্ড চেয়ে তদন্তকারী কর্মকর্তা মঙ্গলবার আদালতে আবেদন করেন।

আদালত বুধবার শুনানি শেষে আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৩১ জুলাই ঈদের আগের রাতে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে টেকনাফের বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিদর্শক লিয়াকত আলী, ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

৬ আগস্ট বরখাস্ত হওয়া ওসি প্রদীপসহ সাত আসামি কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করেন।