চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সিটি নির্বাচন নিয়ে টুইটারে মার্কিন রাষ্ট্রদূতের বিরক্তি

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট ঢাকার দুই এবং চট্টগ্রামের সিটি নির্বাচন পরিস্থিতি নিয়ে সামাজিক গণমাধ্যম টুইটারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

বার্নিকাট আজ (মঙ্গলবার) দুপুরে বিএনপি নির্বাচন বয়কটের ঘোষণা দিলে তার নিজের এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিশিয়াল টুইটার পাতায় টুইট করে বলেন, তিন সিটি করপোরেশনে বিএনপির নির্বাচন বয়কটের ঘোষণা হতাশাজনক।

এর কিছুসময় পরে আরেক টুইটে ‘যেকোনো মূল্যে জেতাকে বিজয় বলা যায় না’ বলে মত প্রকাশ করেন বার্নিকাট।

আবারও তিনি নির্বাচন পরিস্থিতির বিভিন্ন খবর সর্ম্পকে টুইটে নিজের হতাশার কথা তুলে ধরেন।

গতকাল (সোমবার) বার্নিকাট টুইটারে নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। সামাজিক গণমাধ্যমে নির্বাচনের আগে ও পরে প্রতিক্রিয়া জানালেও দূতাবাসের পক্ষ থেকে এখনও কোনো অফিশিয়াল বিবৃতি বা প্রেসনোট দেয়া হয়নি।

এরআগে সকাল পৌনে নয়টায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি বিভিন্ন বুথ পরিদর্শন করেন এবং নির্বাচন কর্মকর্তাদের সাথে কথা বলেন তিনি। তার কেন্দ্র পরিদর্শন করে আসার কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলন করে ঢাকার দুই সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি।