চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির

২৮ এপ্রিল সিটি নির্বাচনের অন্তত ৭ দিন আগে ঢাকা এবং চট্টগ্রামে সেনা মোতায়নের দাবি জানিয়েছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক প্রফেসর এমাজউদ্দিন আহমেদ।

আরেক আলোচনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, নির্বাচন কমিশন সিটি কর্পোরেশন নির্বাচনকে  ৫ জানুয়ারির মতো করতে চাইলে জনগন তা মেনে নেবে না।

আদর্শ ঢাকা আন্দোলনের ব্যানারেই বিএনপিসমর্থিত প্রার্থীরা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছেন।

রাজধানীতে এক আলোচনায় আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন যেন কোনো প্রহসনে পরিনত না হয় এজন্য ২৮ তারিখের আগে কমপক্ষে এক সপ্তাহ আগে মাঠে যেন সেনাবাহিনী থাকে। এতে ভোটাররা  যেন অন্তত শক্ত মন নিয়ে নিরপেক্ষভাবে নির্বাচনে ভোট দিতে পারে।

আরেক আলোচনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহবুব হোসেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে বলেছি তারা যেন এই সিটি কর্পোরেশন নির্বাচনকে পাঁচ জানুয়ারির নির্বাচনে পরিণত না করেন।

উল্লেখ্য শনিবারের মধ্যে বিএনপি সমর্থিত কমিশনার প্রার্থী চূড়ান্ত করবে আদর্শ ঢাকা আন্দোলন।