চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৬ ঘোষণা

সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৬ ঘোষণা করা হয়েছে। শনিবার কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রবন্ধ,আত্মজীবনী ও স্মৃতিকথা শাখায় যৌথভাবে আবুল মাল আবদুল মুহিতের ‘সোনার দিনগুলি’ এবং মুনতাসির মামুনের ‘ঢাকায় খাল পোল ও নদীর চিত্রকর’, উপন্যাসে সেলিনা হোসেনের ‘নিঃসঙ্গতার মুখর সময়’, শিশু সাহিত্যে আসলাম সানীর ‘নির্বাচিত ১০০ ছড়া’, কবিতায় যৌথভাবে পিয়াস মজিদের ‘কবিকে নিয়ে কবিতা’ ও মুজিব ইরমের ‘শ্রীহট্ট কীর্তন’ পুরস্কার পেয়েছে।

জীবনের প্রথম বই ক্যাটাগরিতে এহসান হাফিজের ‘এ ও সে ও’ পুরস্কার পেয়েছে।