চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনার ‘সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট’ বলে কিছু নেই: সিঙ্গাপুর

সিঙ্গাপুরের করোনাভাইরাসের নতুন প্রজাতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে সে দাবি উড়িয়ে দিয়েছে সিঙ্গাপুর। তাদের দাবি ‘সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট’ বলে কিছু নেই।

‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন উল্লেখ করে মঙ্গলবার সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় তরফ থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুরের করোনা ভ্যারিয়েন্ট নিয়ে যে দাবি করেছেন কেজরিওয়াল, তাতে কোনও ভিত্তি নেই। ‘সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট’ বলে কিছু নেই। গত কয়েক সপ্তাহে অনেক আক্রান্তের শরীরে যে করোনাভাইরাস প্রজাতির পাওয়া গেছে, তা হল বি.১.৬১৭.২ ভ্যারিয়েন্ট। যা ভারত থেকে যেটির উৎপত্তি হয়েছে।’ সেইসঙ্গে সিঙ্গাপুরের দাবি, দেশে একাধিক ক্লাস্টারের সঙ্গে সেই বি.১.৬১৭.২ ভ্যারিয়েন্টের যোগের প্রমাণ মিলেছে।

মঙ্গলবার হিন্দিতে একটি টুইটবার্তায় কেজরিওয়াল বলেছিলেন, ‘সিঙ্গাপুরে করোনাভাইরাসের যে নয়া প্রজাতি এসেছে, তা শিশুদের জন্য অত্যধিক বিপজ্জনক বলে অনুমান করা হচ্ছে। ভারতে তা তৃতীয় ঢেউ (ওয়েভ) হিসেবে আসতে পারে। কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি – অবিলম্বে সিঙ্গাপুরের সঙ্গে আকাশপথ বন্ধ করে দেওয়া হোক এবং অগ্রাধিকারের ভিত্তিতে শিশুদের ভ্যাকসিন প্রদান করা হোক।’

যদিও কেজরির টুইটের জবাবে ভারতের কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আপাতত ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে আকাশপথ বন্ধ আছে।