চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঝুঁকি মেনেই কিমের সঙ্গে সাক্ষাত করবেন ট্রাম্প: সিআইএ

নর্থ কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখা করার সিদ্ধান্তকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক মাইক পম্পেও বলেছেন, প্রেসিডেন্ট এই বৈঠকের ঝুঁকি বুঝেশুনে সেটি মেনেই আলোচনায় বসতে রাজি হয়েছেন।

রোববার ফক্স নিউজকে সিআইএ প্রধান বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে থিয়েটারে অভিনয় করার জন্য যাচ্ছেন না, তিনি একটা সমস্যা সমাধানের উদ্দেশ্যে যাচ্ছেন।’

নর্থ কোরিয়ায় সম্মেলনে অংশ নেয়ার বিষয়ে সম্মতি দিয়ে নর্থের নিমন্ত্রণ গ্রহণ করার সময়ই ট্রাম্প বলেছিলেন, এই বৈঠক থেকে ‘বিশ্বের সবচেয়ে বড় চুক্তি’ বেরিয়ে আসতে পারে।

তবে সমালোচকদের আশঙ্কা, বৈঠকে যদি কোনো ভুল হয়, বা ইতিবাচকভাবে শেষ না হয়, তবে দুই দেশের মধ্যকার অবস্থা এখনকার চেয়েও অনেক বেশি খারাপ হয়ে যাবে।

এর আগে কখনো কোনো মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় নর্থ কোরিয়ার কোনো নেতার সঙ্গে দেখা করেননি।

তবে গত বৃহস্পতিবার এক প্রশাসনিক বৈঠকের সময় সাউথ কোরীয় প্রতিনিধিদের হাতে পাঠানো নর্থ কোরিয়ার বৈঠকের আমন্ত্রণপত্র পেয়েই সাথে সাথে ট্রাম্প দেখা করতে রাজি হয়ে যান বলে জানায় বিবিসি।

ট্রাম্পের এই আচরণে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারাও হতবাক হয়ে যান।