চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সাহিত্যে নোবেল জিতলেন বেলারুশের সোভেতলানা

২০১৫ সালে সাহিত্য নোবেল পেয়েছে বেলারুশের লেখিকা ও সাংবাদিক সোভেতলানা আলেক্সিয়েভিচ।

নোবেল কমিটি সংবাদ সম্মেলনে সদ্য নোবেলজয়ী লেখিকার সাহিত্যকর্মকে এই সময়ের সাহস এবং গ্লানির এক অনন্য অবদান বলে অভিহিত করেছে।

৬৭ বছর বয়স্ক এই লেখক-সাংবাদিকের ১৯৪৮ সালে ইউক্রেনে জন্মগ্রহণ করেন। ভয়েজেস ফ্রম চেরেনোবিল, জিঙ্কি বয়েজ, ওয়ারস আনওমেনলি ফেস ইত্যাদি তাঁর বিখ্যাত রচনা।