চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সালাহ উদ্দিনকে ‘তৃতীয়’ কোনো দেশে নিতে চায় পরিবার

‘নিখোঁজ’ হওয়ার ঘটনার প্রায় আড়াই মাস পর সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। আবেগঘন ওই সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের জানিয়েছেন, তার স্বামীকে চিকিৎসার জন্য তৃতীয় কোনো দেশে নেওয়ার জন্য আইনি প্রক্রিয়া শুরু করা হবে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিলং-এর সিভিল হাসপাতালে চিকিৎসাধীন সালাহ উদ্দিনের সঙ্গে দেখা করেন হাসিনা আহমেদ।

সেসময় হাসিনা আহমেদের সঙ্গে ছিলেন ছোট বোনের স্বামী মাহবুবুল কবির ও বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি।

এরআগে সোমবার কলকাতা থেকে আসামের গৌহাটি হয়ে সড়ক পথে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শিলং পৌঁছান তিনি।

সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করার পর পরিবারের সদস্যরা তার জন্য নিয়োগ করা আইনজীবীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

শিলংয়ে থাকা সালাহ উদ্দিন আহমেদের আত্মীয়-স্বজনরা তার জন্য ব্যারিস্টার ড. মাহন্তকে আইনজীবী নিয়োগ করেছেন। আইনজীবী নিয়োগ করলেও শিলং পুলিশ জানিয়েছে, হাসপাতালের পক্ষ থেকে সালাহ উদ্দিন আহমদকে যতক্ষণ না সুস্থ ঘোষণা করা হবে, ততক্ষণ মামলা বা আইনি প্রক্রিয়া শুরু হবে না।

রোববার সন্ধ্যায় ভিসা পাওয়ার পর রাতেই এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কলকাতা যান হাসিনা আহমেদ।