চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সালমা-রুমানাদের ২০ হাজার করে দিচ্ছে বিসিবি

করোনাভাইরাস থামিয়ে দিয়েছে মানুষের স্বাভাবিক জীবন। স্থবির হয়ে আছে দেশের সকল ক্রিকেটীয় কার্যক্রম। কয়েকদিন আগে বিসিবির কেন্দ্রীয় চুক্তি ও প্রথম শ্রেণির চুক্তির বাইরে ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নেয়া ক্রিকেটারদের এককালীন ৩০ হাজার টাকা দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। এবার নারী ক্রিকেটাদেরও ২০ হাজার করে দেয়ার ঘোষণা দিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

২০১৮-১৯ মৌসুমের জাতীয় লিগ খেলা ক্রিকেটার ও ২০১৯-২০ মৌসুমে বিসিবির ক্যাম্পে যারা ছিলেন, তারা প্রত্যেকেই পাবেন ২০ হাজার টাকা করে। সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিসিবি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

নাজমুল হাসান লিখিত বক্তব্য উল্লেখ করেন, ‘ছেলেদের মতো নারী ক্রিকেটারদের বেশির ভাগই উপার্জনের জন্য ঘরোয়া লিগের উপর নির্ভরশীল। করোনাভাইরাসের জন্য মেয়েদের ক্যাম্প নিয়ে আমরা যে পরিকল্পনা করেছিলাম, সেটিও ব্যাহত হয়েছে। ক্রিকেটারদের এখন খেলার বাইরে থাকতে হচ্ছে। এই মুহূর্তে আমাদের সমর্থন ওদের দরকার।’