চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সার্চ কমিটির প্রথম বৈঠক শুরু

নির্বাচন কমিশন পুনর্গঠনে গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায়  সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সদস্য হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শিরীণ আখতার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

প্রথম বৈঠকে বসে সার্চ কমিটির সদস্যরা পরামর্শ ও সিদ্ধান্ত নেন স্বচ্ছতা অনুযায়ী কিভাবে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া যায়। আগামী ১০ দিনের মধ্যে সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের ১০ জনের নামের সুপারিশপত্র জমা দিবেন রাষ্ট্রপতির কাছে।

গত ১৮ ডিসেম্বর শুরু করে প্রায় এক মাসে বঙ্গভবনে ৩১টি দলের সঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি আলোচনা করেন। সেখানে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাব তুলে ধরেন।