চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সারা বিশ্বে ৭০ লাখেরও বেশি নারী অপরাধী কারাগারে!

সারা বিশ্বে প্রায় ৭০ লাখের বেশি নারী অপরাধী কারাগারে বন্দী আছে। সম্প্রতি লন্ডনের ইন্সটিটিউট ফর ক্রিমিনাল পলিসি রিসার্চ এর করা একটি জরিপে দেখা গেছে ২০০০ সাল থেকে নারী ক্রিমিনালের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়েছে। এর মধ্যে বিশ্বের যতো নারী অপরাধী আছে তার অর্ধেকই আছে বিশ্বের অন্যতম প্রধান উন্নত দেশ ইউএস, চীন ও রাশিয়াতেই।

গবেষকদের মতে, তাদের এই জরিপের ফলাফলে বিশ্বের সব দেশের সরকারদের উদ্বিগ্ন ও সচেতন হওয়া উচিৎ। সংস্থাটির সহ পরিচালক ড. জেসিকা জেকবসন বলেন, নারী ও কিশোরীরা সবথেকে বেশি সুবিধা বঞ্চিত বলে তারা সহজেই অপরাধের শিকার হয় ও বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে।

বিশ্বের প্রায় ২১৯ টি দেশের ওপর এই জরিপ পরিচালনা করা হলেও অনেক দেশই সঠিক পরিসংখ্যান জানায়নি ও চীন তার দেশের সম্পূর্ণ তথ্য উপাত্ত দেয়নি।

জরিপে আরো দেখা গেছে আফ্রিকা মহাদেশে কারাগারে থাকা নারী অপরাধীর সংখ্যা তুলনামুলক কম। আর ব্রাজিল, স্লোভাকিয়া, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ায় নারী অপরাধীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।