চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সারাবছর বৃষ্টির পানি সংরক্ষণে সরকারি উদ্যোগ

ভূ-উপরিভাগের পানির ব্যবহার বাড়াতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দক্ষিণাঞ্চলে প্রায় ২৫০টি পুকুর পুন:খনন করছে। উদ্যোগ নেয়া হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ করে সারাবছর ব্যবহারের। এতে পরিবেশের রুক্ষতা দূর হয়ে ভারসাম্য ফিরে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

খুলনার দাকোপ, সাতক্ষীরার শ্যামনগর, পিরোজপুর এবং বাগেরহাটসহ দক্ষিণের আইলা বিধ্বস্ত এলাকাগুলোতে এখনো সুপেয় পানির অভাব। তারওপর লবণাক্ততা বৃদ্ধি ও পানির স্তর নিচে নেমে যাওয়ায় সংকট আরো তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে ভূ-পৃষ্ঠের পানির ব্যবহার বাড়াতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পুকুর পুন:খনন করছে।

গভীর এসব পুকুরে শুষ্ক মৌসুমেও ৬ থেকে ৭ ফুট পানি থাকবে। বিশুদ্ধ পানির জন্য থাকবে পন্ডস সেন্ট ফিল্টার।

এ প্রকল্পের মাধ্যমে সুপেয় পানির সংকট দূর হওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ হবে বলে মনে করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: