চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সারাদেশে ভারী বর্ষণ, ভূমিধসের সতর্কতা

মঙ্গলবার সকাল থেকেই চলছে ভারী বর্ষণ। আবহাওয়া অফিস বলছে এই বর্ষণ চলবে আরো কয়েকদিন। সঙ্গে পাহাড়ী এলাকায় ভূমিধসের সতর্কতাও জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক চ্যানেল আই অনলাইনকে জানান, মঙ্গলবার সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ভারী বর্ষণের পূর্বাভাস দেয়া ছিলো।  তবে নতুন করে বলা পূর্বাভাসে ভারী বর্ষণ চলবে বিকেল তিনটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা। সেই সঙ্গে ভূমিধস সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ী এলাকায়।

তিনি আরো জানান, উপকূলীয় এলাকায় এমন বর্ষণ চলবে এই মাসের শেষ পর্যন্ত। আর ঢাকা ও তার আশেপাশের এলাকায় বর্ষণ হতে পারে আগামী ২৮-২৯ তারিখ পর্যন্ত।

তবে সমুদ্রে কোন সতর্কতা সংকেত জারি করা হয়নি বলে জানান এই আবহাওয়াবিদ।