চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সারাদেশে আহত ৩ শতাধিক, নিহত ২

সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ভূমিকম্পে পাবনা ও বগুড়ায় দুইজনের মৃত্যু হয়েছে। সারাদেশে আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। তাদের বেশির ভাগই দ্রুত ভবন থেকে নামতে গিয়ে আহত হন। বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে।

পাবনায় ভুমিকম্পের সময় আতঙ্কে এক স্কুল শিক্ষকার মৃত্যু হয়েছে। পাবনা ইপিজেডে আহত হয়েছেন শতাধিক শ্রমিক। তাড়াতাড়ি নামতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। বগুড়ার দুপচাঁচিয়া মারা গেছেন মোর্শেদা বিবি নামের এক নারী।

কুমিল্লা ইপিজেডে ৫ শ্রমিক আহত হয়েছেন। নীলফামারী উত্তরা ইপিজেডে এভারগ্রিন ভবনে ফাটলের কারণে কাজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

সাভারের উলাইলে আল মুসলিম পোশাক কারখানায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত
হয়েছেন ৫০ জনেরও বেশি। এছাড়াও সাভারে ১১ তলা একটি গার্মেন্টস কারখানার
দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

টাঙ্গাইলের ভুয়াপুর উচ্চ বিদ্যালয়ে ভূমিকম্পের সময় দ্রুত বের হতে গিয়ে ৩০ শিক্ষার্থী আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহীতেও আহত হয়েছেন ১২ জন। ভূমিকম্পের কারণে পঞ্চগড়ে দেয়াল ধসে ১ জন আহত হয়েছেন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পোস্ট অফিস ও ভূমি অফিসে ফাটল দেখা দিয়েছে। ময়মনসিংহে ভবন থেকে দ্রুত নামতে গিয়ে আহত হয়েছেন ৬ জন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিকম্পে আহত হয়ে ভর্তি হয়েছেন ৪২ জন। ময়মনসিংহের ধুবাউড়ায় আহত হয়েছে ৬ জন ।

এছাড়াও সাতক্ষীরা শহরের খান মার্কেট সামনে দিকে ঝুঁকে পড়েছে। চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডায়াবেটিক সমিতির ভবনেও ফটল দেখা দিয়েছে ভূমিকম্পের কারণে।