চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাভারের জয়নাবাড়ি সরকারি খাল উদ্ধার

সাভারের জয়নাবাড়ি সরকারি খালটি উদ্ধার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে পাশের বহুতল ভবন ও দোকানপাট ভেঙ্গে খালের জায়গা খালি করা হচ্ছে। এর মাধ্যমে জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ। 

সাভারের হেমায়েতপুর এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে জয়নাবাড়ি খাল উদ্ধারে উদ্যোগ নেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই খালের প্রায় সবটুকুই দখল হয়ে গিয়েছিল। সামান্য বৃষ্টি হলেই পানিবন্দী হয়ে পড়তো পুরো এলাকা। এই উদ্যোগে এলাকাবাসী যেমন সমর্থন দিয়েছেন তেমনি নিজের স্থাপনা নিজেই সরিয়ে নিয়েছেন অনেকে।

পর্যায়ক্রমে হেমায়েতপুর এলাকায় সব সরকারি খাল উদ্ধারের ঘোষণা দিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি খালের প্রবাহ স্বাভাবিক থাকলে এলাকার জীববৈচিত্র্য রক্ষা পাবে, পরিবেশের ভারসাম্য ফিরে আসবে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: