চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাবেক সভাপতির বর্ণবাদী মন্তব্যে জরিমানা গুনল এসেক্স

বর্ণবাদী মন্তব্যের কারণে এসেক্স ক্রিকেট ক্লাবকে পঞ্চাশ হাজার ইউরো জরিমানা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে বোর্ডটি।

বৃহস্পতিবার বিবৃতিতে এসব কথা জানিয়েছে ইসিবি, ‘বর্ণবাদী এবং বৈষম্যমূলক ভাষার ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি ক্লাবের চেয়ারের এমন আচরণ খুবই অপ্রত্যাশিত। এটা স্পষ্ট যে ক্লাবটি শুধুমাত্র তার প্রাক্তন চেয়ারম্যানের আচরণের ক্ষেত্রেই নয়, বরং ক্লাবের মান ধরে রাখতেও ব্যর্থ হয়েছে।’

২০১৭ সালের ফেব্রুয়ারিতে এক বোর্ড মিটিংয়ে বেশকিছু বর্ণবাদী মন্তব্য করেন এসেক্সের তখনকার চেয়ারম্যান জন ফারাগার। ঘটনার প্রায় ৫ বছর পর তদন্তের রিপোর্ট প্রকাশ করল ইসিবি। সঙ্গে ফারাগার ও এসেক্সকে দোষী করে জরিমানা করা হল।

প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগের বিরোধিতা করেছেন ফারাগার। ইসিবির অভিযোগকে ‘সম্পূর্ণ প্রতিক্রিয়াশীল এবং মৌলিকভাবে অন্যায্য’ বলেও উল্লেখ করেছেন। ২০২১ সালের নভেম্বরে এসেক্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান ফারাগার।