চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাবেক ছিটমহলবাসীর জন্য ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশী হিসেবে পরিচিতি পাওয়া সাবেক ছিটমহলের অধিবাসীদের জন্য নামমাত্র জমায় ব্যাংক হিসাব বা অ্যাকাউন্ট খোলার সুযোগ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ওই আদেশে বলা হয়েছে, নূন্যতম ১০ টাকা জমা দিয়ে আঙ্গুরপোতা-দহগ্রামসহ বাংলাদেশের মূল ভূখণ্ডে একীভূত ১১১টি ছিটমহলের অধিবাসীরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে। এক্ষেত্রে নিকটস্থ এলাকার ব্যাংকগুলোর শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক নুরুন নাহার স্বাক্ষরিত আদেশে অনুযায়ি, আঙ্গরপোতা-দহগ্রামসহ দেশের মূল ভূখণ্ডে একীভূত ১১১টি ছিটমহলের অধিবাসীদের জীবনমানের উন্নয়নে তাদের আর্থিক সেবা প্রাপ্তি নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

এ অঞ্চলের ব্যাংকগুলোর শাখাগুলোকে ‘পূর্বতন ছিটমহলবাসীর হিসাব’ নামে অ্যাকাউন্ট খোলা এবং তিন মাস পরপর প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ব্যাংকগুলোকে এসব অ্যাকাউন্ট খোলা ও পরিচালনার জন্য কোনো রকম সার্ভিস চার্জ বা ফি গ্রহণ না করারও আদেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।