চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিশু সাফায়াত হত্যা: কাজলের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন

বাংলামোটরে শিশু সন্তান সাফায়াত হত্যা মামলায় বাবা নূরুজ্জামান কাজলের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার এ অাবেদন আদালতে পাঠায় তারা। 

এর অগে বুধবার রাজধানীর বাংলামোটরের লিংক রোডের ১৬ নম্বর বাড়ির ভেতর থেকে  শিশু সাফায়েতের মরদেহ উদ্ধার করে র‌্যাব-পুলিশেরে সদস্যরা। সেসময় আটক করা হয় নূরুজ্জামান কাজলকে।

বাংলা মোটরের ১৬ নম্বর লিংক রোডের বাড়ির দোতলা বাসায় দুই শিশু সন্তান সাফায়েত ও সুরায়েতকে নিয়ে থাকতেন নুরুজ্জামান কাজল। প্রতিবেশীদের ভাষ্যমতে, কাজল মাদকাসক্ত থাকায় তাকে ছেড়ে চলে গেছেন তার স্ত্রী। তবে কাজলের দুই ছেলে শিশু তার কাছেই ছিল।

কাজলের পরিবারের সদস্যদের দাবি, মাদকাসক্ত কাজলই তার নিজ সন্তান সাফায়েতকে খুন করেছে।