চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাফল্যের গোপন কথা জানালেন ইশান্ত

গোলাপি বলের আবির্ভাবেই বাজিমাত। সেই সাফল্যের নেপথ্যে লেংথ বদল। শুক্রবার রাতে ইডেনের কনফারেন্স রুমে বসে ইশান্ত বললেন, ‘পিঙ্ক বল থেকে রেড বল অনেকটাই আলাদা। যখন আমরা স্বাভাবিক লেংথে বল করছিলাম, দেখলাম বল ততটা সুইং করছে না। তখন আমরা লেংথটা বদলাই।’

লেংথ বদলানো তার একার সিদ্ধান্ত নয়। ইশান্তের কথায়, ‘আমরা তিন পেসার নিজেদের মধ্যে কথা বলে বোলিং বদলানোর ব্যাপারটা ঠিক করি। তারপরই ঠিক এরিয়ায় বল করেই সফল।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

এখন আর ওয়ানডে, টি-টুয়েন্টি খেলেন না ইশান্ত। সেটা কি বাড়তি মোটিভেশন? ইশান্তের জবাব, ‘আমি এ সবের ঊর্ধ্বে উঠে গিয়েছি।’

ইডেন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১০৬ রানে। যেখানে মাত্র ২২ রান দিয়ে ৫ উইকেট নেন ইশান্ত। বাংলাদেশ ইনিংসের জবাবে ৩ উইকেটে ১৭৪ রানে দিনশেষ করে ভারত। দ্বিতীয়দিন ব্যাটে নামার আগে ৬৮ রানে এগিয়ে স্বাগতিকরা।