চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘সাদ্দাম-গাদ্দাফি ক্ষমতায় থাকলে পৃথিবী আরো ভালো থাকতো’

ইরাক ও লিবিয়ার সাবেক শাসক সাদ্দাম হুসেইন ও কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতায় থাকলে পৃথিবী বর্তমানের চেয়ে আরো ভালো থাকতো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির অন্যতম প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

সিএনএন’র ‘স্টেট অফ ইউনিয়ন’ টকশো অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য ইস্যুতে প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডেমেক্রেটিক পার্টির প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে ব্যাপকভাবে তিরস্কার করেন ডোনাল্ড।

অনুষ্ঠানে সাদ্দাম ও গাদ্দাফি সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘হুসেইন এবং গাদ্দাফি ইরাক-লিবিয়ার ক্ষমতায় থাকলে পৃথিবী অনেক ভালো থাকতে এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।’

ইরাক-লিবিয়ার বর্তমান অবস্থা উল্লেখ করে টাম্প বলেন, যদি কয়েক বছর আগে কথা বলি তাহলে সাদ্দাম-গাদ্দাফি নিঃসন্দেহে ভালো মানুষ না। কিন্তু বর্তমানে যে অবস্থা এর চেয়ে তাদের সময় অনেক ভালো ছিলো।

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী ইরাকের হামলার পর ২০০৬ সালে সাদ্দাম হুসেইনকে ফাঁসি দেয়া হয়। আর ২০১১ সালে একই রকম হামলায় শেষ হয় গাদ্দাফির চার দশকের শাসনামাল। নিহত হন গাদ্দাফিও।