চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘সাত আইকনে’র কার কেমন দল

শনিবার পর্দা উঠছে বিপিএলের ষষ্ঠ আসরের। সাত দলের টুর্নামেন্টে সাত নক্ষত্র হয়ে জ্বলবেন ৭ আইকন ক্রিকেটার। এক নজরে দেখে নেয়া যাক মাঠের লড়াইয়ে কেমন দল সাজিয়ে নামছেন এবারের সাত আইকন-

মাশরাফী বিন মোর্ত্তজা: গত আসরের শিরোপা জয়ী দল রংপুর রাইডার্সের এবারের অধিনায়কও মাশরাফী, তিনি আইকনও। শক্তিশালী দল সাজিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আগের বিদেশিদের মধ্যে গেইলকে ধরে রেখেছে দলটি। প্রথমবারের মতো যোগ হয়েছেন ডি ভিলিয়ার্স, হেলসরা। মিঠুন, শফিউল, গাজী, মারুফের মতো দেশিরা আছেন রংপুরের হয়ে মাঠ মাতানোর অপেক্ষায়।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

রংপুর রাইডার্স দল: মাশরাফী বিন মোর্ত্তজা, নাজমুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, রবি বোপারা, রাইলি রুশো, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান রাজু, ফরহাদ হোসেন অনি, বেনি হাওয়েল, ওসানে থমাস।

সাকিব আল হাসান: বরাবরের মতো এ বিপিএলেও অন্যতম শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটস। অধিনায়ক ও আইকন সাকিবের সঙ্গী নারিন, পাওয়েল, পোলার্ড, আন্দ্রে রাসেল, বেলদের মতো পাওয়ার হিটার ও অভিজ্ঞ বিদেশিরা। দেশিদের মধ্যে রুবেল, সোহান, রনি তালুকদার, শাহাদাত, নাঈম শেখরা আছেন সাকিবের হাত মজবুত করতে।

ঢাকা ডায়নামাইটস দল: সাকিব আল হাসান, সুনীল নারিন, রোভম্যান পাওয়েল, কাইরেন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতুল্লাহ জাজাই, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম চৌধুরী, অ্যান্ড্রু ব্রিচ, ইয়ান বেল, কাজি অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজিব, নাঈম শেখ।

মুশফিকুর রহিম: অন্য দলগুলো দলে না টানলেও নিলামের ঠিক আগমূহুর্তে চট্টগ্রাম ভাইকিংস মুশফিকুর রহিমকে দলে নেয়। দলের অধিনায়ক ও আইকন তিনি। দেশিদের মধ্যে আশরাফুল, মোসাদ্দেক, সানজামুলদের পাশাপাশি সিকান্দার রাজা, শাহজাদ, ডেলপোর্টদের পাশে পাচ্ছেন মুশি।

চট্টগ্রাম ভাইকিংস দল: মুশফিকুর রহিম, লুক রঞ্চি, সিকান্দার রাজা, সানজামুল ইসলাম, মোহাম্মদ শাহজাদ, রবার্ট ফ্রেইলিংক, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, নাঈম হাসান, ক্যামেরন ডেলপোর্ট, দাসুন সানাকা, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী, নিহাদ-উজ-জামান, নাজিবুল্লাহ জাদরান, সাদমান ইসলাম।

তামিম ইকবাল: কুমিল্লা ভিক্টোরিয়ানসের আইকন ও অধিনায়ক তামিম ইকবাল। ওপেনিং জুটি হিসেবে তিনি পাশে পাবেন জাতীয় দল সতীর্থ ইমরুল কায়েসকে। মালিক, আফ্রিদিরা আগে থেকেই ছিলেন, এবার যোগ হলেন স্টিভেন স্মিথ। সঙ্গে সাইফউদ্দিন, আবু হায়দার, বিজয়, জিয়াউরদের নিয়ে কুমিল্লা বেশ ভারসাম্যপূর্ণ দল।

কুমিল্লা ভিক্টোরিয়ানস দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, স্টিভেন স্মিথ, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, আসিলা গুনারত্নে, লিয়াম ডসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, জিয়াউর রহমান, মোশাররফ রুবেল, মোহাম্মদ শহিদ, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, শামসুর রহমান, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালামখেলি, আমির ইয়ামিন।

লিটন দাস: বিপিএলের আইকনের তালিকায় নতুন সংযোজন লিটন দাস। সিলেট সিক্সার্সের আইকন খেলোয়াড় হয়েছেন জাতীয় দলের এ মারকুটে উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তবে দলের অধিনায়কত্ব পেয়েছেন প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসা ডেভিড ওয়ার্নার। তাসকিন, সাব্বির, নাসিরদের সঙ্গে অ্যালেন, ইরফান, ফ্লেচারদের মতো বিদেশি খেলোয়াড় আছে সিলেট স্কোয়াডে।

সিলেট সিক্সার্স দল: নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভীর, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, তৌহিদ হৃদয়, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী অনিক, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, মেহেদী হাসান রানা, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান।

মোস্তাফিজুর রহমান: রাজশাহী কিংসে আইকন মোস্তাফিজুর রহমান, তবে অধিনায়কত্বে আছে চমক। মুমিনুল, সৌম্যদের পেছনে ফেলে নেতৃত্ব বর্তেছে তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাঁধে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে বড় কোনো নাম নেই, ডেসকাট, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামিরাই রাজশাহীর ভরসা।

রাজশাহী কিংস দল: মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, কায়েস আহমেদ, ক্রিস্টিয়ান জোংকার, সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বী, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, ইসুরু উদানা, লৌরি ইভানস, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেন ডেসকাট, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি।

মাহমুদউল্লাহ রিয়াদ: মাঝারি শক্তির দল নিয়ে শিরোপার লড়াই করার সক্ষমতা কারণে মাহমুদউল্লাহ রিয়াদের ওপরেই ভরসা রেখেছে খুলনা টাইটানস। এবারের লড়াইয়ে তিনি পাশে পাচ্ছেন আরিফুল, নাজমুল, ব্র্যাথওয়েট, ডেভিড মালান, মালিঙ্গা, জহরুল, তাইজুল, শুভাশিসদের।

খুলনা টাইটানস দল: মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, জহরুল ইসলাম, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, শুভাশিস রায়, জুনায়েদ সিদ্দিকী, জহির খান, সিরিফানে রাদারফোর্ড, তানভীর ইসলাম, মাহমুদুল অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর।