চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাতক্ষীরায় ‘বন্দুকযু‌দ্ধে’ সহযোগীসহ বিদ্যুৎ বাছাড় নিহত

জেলা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপ‌জেলায় পু‌লি‌শের সঙ্গে কথিত বন্দুকযু‌দ্ধে পূর্ব বাংলা ক‌মিউ‌নিস্ট পা‌র্টির নেতা বিদ্যুৎ বাছাড় ও তার সহ‌যোগী শেখ আবু তালহা নিহত হ‌য়েছে।

ঘটনাস্থল থেকে দু‌টি ওয়ান স্যুটারগান, চার‌টি কক‌টেল ও এক‌টি রামদা উদ্ধারের দাবি ক‌রে‌ছে পুলিশ।

‌রোববার ভোরে উপ‌জেলার মহা‌ন্দি-নুরুল্লপু‌রের লক্ষ্মণ দা‌শের আম বাগা‌নে এ ঘটনা ঘ‌টে।‌ নিহত বিদ্যুৎ বাছাড় একই উপ‌জেলার মাগুরাডাঙ্গার কানাইনাল বাছা‌ড়ের ছে‌লে। তার সহযোগী তালহা সুুজনসাহা গ্রা‌মের ম‌নি শে‌খের ছে‌লে।

তবে নিহত বিদ্যুত বাছাড়ের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, পুলিশ গত বুধবার বিদ্যুতসহ তিনজনকে আটক করে।

বিদ্যুতের আটকের বিষয়ে জানাতে তার ভাগ্নে বিশ্বজিৎ দাস শনিবার রাতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করতে আসেন। তবে তাকে পরের দিন সংবাদ সম্মেলন করতে অনুরোধ করেন উপস্থিত সাংবাদিকরা।

বিশ্বজিৎ দাস জানান, বিদ্যুৎ বাছাড় মাদক পাচার মামলায় ছয় বছর কারাবন্দি ছিলেন। দুই মাস তিনি ছাড়া পান। বুধবার সুজনসাহা গ্রামের গোপাল দাসের বাড়িতে গিয়েছিলেন দাওয়াত খেতে। সেখান থেকে পুলিশ তাকেসহ পলাশ দাস ও শেখ তালহাকে ধরে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) হাসান হা‌ফিজুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বলেন, “রা‌তে লক্ষ্মণ দা‌শের আম বাগা‌নে ডাকা‌তির জন্য সংঘ‌বদ্ধ হ‌লে পু‌লিশ গোপন সংবা‌দের ভি‌ত্তিতে সেখা‌নে অ‌ভিযান চালায়। এসময় পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে গু‌লি ছুড়‌লে পু‌লিশও পাল্টা গু‌লি ছো‌ড়ে। প্রায়‌ ১০ মি‌নিট বন্দুকযু‌দ্ধের এক পর্যা‌য়ে ডাকাতরা পিছু হ‌ঠে। প‌রে ঘটনাস্থল থে‌কে বিদ্যুৎ ও তালহার মৃত দেহ ও দু‌টি ওয়ান স্যুটারগান, চার‌টি কক‌টেল ও এক‌টি রাম দা উদ্ধার ক‌রা হয়।”

নিহতদের মর‌দেহ সদর হাপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ও‌সি দাবি করেন, নিহত‌দের ম‌ধ্যে বিদ্যু‌তের না‌মে পাঁচ‌টি অস্ত্র ও পাঁচ‌টি ডাকা‌তি মামলাসহ ১৪টি মামলা র‌য়েছে। সে নি‌ষিদ্ধ ঘো‌ষিত পূর্ব বাংলা ক‌মিউ‌নিস্ট পা‌র্টির নেতা।