চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাগরে আটকা আরো ৮ হাজার অভিবাসী: আইওএম

শরণার্থীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছে বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা আরো কয়েক হাজার অভিবাসী থাইল্যান্ডের কাছে সাগরে আটকা পড়ে আছে।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বিবিসিকে জানিয়েছে, থাইল্যান্ডে সম্প্রতি মানবপাচারকারীদের বিরুদ্ধে চলা অভিযানের কারণে অনেক পাচারকারীই অবৈধ অভিবাসীসহ উপকূলের কাছে আসছে না।

আইওএম আরো বলেছে, তাদের ধারণা সাগরে এখনও আট হাজারের বেশি মানুষ নৌকায় আটকা পড়ে আছে।

গত দু’দিনে ২ হাজার বাংলাদেশী ও রোহিঙ্গা অভিবাসীকে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া উপকূল থেকে উদ্ধার করা হয়।

আজ উদ্ধার করা হয় ১৪শ’ অভিবাসীকে। তাদের মধ্যে সোমবার সকালে মালয়েশিয়ার ল্যাঙ্কাওই উপকূলে দুটি নৌকা থেকে উদ্ধার করা হয়েছে এক হাজারের বেশি অভিবাসীকে। আর ইন্দোনেশিয়ার আচেহ উপকূল থেকে দেশটির `সার্চ এন্ড রেসকিউ এজেন্সি’ আরো ৪শ’ বাংলাদেশী ও রোহিঙ্গা অভিবাসীকে উদ্ধার করে।

এর আগে রোববার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের একই উপকূলে একটি নৌকা থেকে ৪শ ৬৯ জন রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশীকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের স্থানীয় আশ্রয়কেন্দ্র, ক্লিনিক ও বাড়িতে খাবার এবং অন্যান্য সহায়তা দেয়া হচ্ছে।

জাহাঙ্গীর হোসেন নামে উদ্ধার হওয়া এক রোহিঙ্গা জানিয়েছেন, পাচারকারী দল সামান্য জ্বালানি দিয়ে তাদের সমুদ্রে ছেড়ে দিয়েছে।

উদ্ধারের পর তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিটেনশন সেলে নিয়ে যাওয়া হয়।