চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাগরেভাসা আরও ২৭৭ রোহিঙ্গা ভাসানচরে

নোয়াখালী প্রতিনিধি: বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ভাসতে থাকা রোহিঙ্গাদের একটি দলকে হাতিয়ার ভাসানচরে আশ্রয় দেয়া হয়েছে।

এ দলটিতে নারী-পুরুষ ও শিশুসহ মোট ২৭৭ জন সদস্য রয়েছে। গত ৩ মে প্রথম দফায় ২৯ জন রোহিঙ্গাকে ভাসানচরে আশ্রয় দেয়া হয়।

শুক্রবার দুপুরে দিকে রোহিঙ্গার এই দলটিকে নৌবাহিনী সদস্যরা ভাসানচরে নিয়ে যান। তার আগে কক্সবাজারের বঙ্গোপসাগরে বোটে ভাসমান অবস্থা থেকে তাদের উদ্ধার করা হয়।

নোয়াখালীর জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে শনিবার সকালে চ্যানেল আইকে জানান, নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের ২৭৭ সদস্যের আরো একটি দলকে আনা হয়েছে। সাগরে বোটে ভাসতে দেখে রোহিঙ্গাদের দলটিকে নৌবাহিনীর উদ্ধার করে।

এরপর তাদের শুক্রবার দুপুরে ভাসানচর নিয়ে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের নিরাপত্তায় নৌবাহিনী ও ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, উদ্ধার করা দলটিতে ৯২ জন পুরুষ, ১৫৭ জন নারী ও ২৮ জন শিশু রয়েছে। ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে সবমিলিয়ে রোহিঙ্গা রয়েছে ৩০৬ জন ।

দলটির সদস্যদের আশ্রায়ন প্রকল্পের একটি ক্লাষ্টার হাউজে আলাদা আলাদা রাখা হয়েছে। তাদের খাবাবের ব্যবস্থা সরকারিভাবে করা হচ্ছে।