চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সাকিবদের কণ্ঠে ‘মাইয়া ও মাইয়া রে তুই অপরাধীরে’

এ যেন স্কুলের দস্যি ছেলের দল। কেউ বেঞ্চকে বানিয়েছেন তবলা। কেউ স্ট্যাম্প দিয়ে বাজাচ্ছেন প্যাড। বাকিদের হাতে তালি আর মুখে গণসংগীতের ঢঙে হালের জনপ্রিয় গান, ‘মাইয়া ও মাইয়া রে তুই অপরাধীরে…। ’ দৃশ্যটা দেরাদুনে থাকা বাংলাদেশ জাতীয় দলের ড্রেসিংরুমের। গানে অংশ নেন সাকিব, রুবেল, রাহীসহ প্রায় দশজন।

এই গানটি প্রথম ইউটিউবে প্রকাশ করে ঈগল মিউজিক ভিডিও স্টেশন। ভিডিওর ফিচার ইমেজে দেয়া তথ্য থেকে জানা যায়, গানটি আরমান আলিফের লেখা। তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হওয়ার পর দারুণ জনপ্রিয় হয়।

নতুন করে এই গানটি আলোচনায় এসেছে টুম্পা খান সুমি নামের একটি মেয়ের ভিডিও থেকে। তার গাওয়া গানটি গত সপ্তাহ থেকে ভাইরাল হতে থাকে। ভাইরালের সেই জোয়ার আছড়ে পড়ল টাইগার ড্রেসিংরুমে।

বাংলাদেশ দল এখন ভারতের দেরাদুনে। আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রস্তুতি নিচ্ছে। সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন শনিবার বিকেল ৫টার দিকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাত হাজার ৭২৬ জন মানুষ সেটি শেয়ার করেছেন। লাইক দিয়েছেন ৩৪ হাজার ফেসবুক ব্যবহারকারী। ভিউ হয়েছে প্রায় দেড়লাখের কাছাকাছি!

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।