চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাউথ সুদান: নিরাপদে বাংলাদেশী শান্তিরক্ষীরা

সাউথ সুদানের রাজধানী জুবা’তে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সেখানে কর্মরত বাংলাদেশী শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।

দেশটিতে নতুন করে সংঘর্ষ শুরুর পর আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৮ জুলাই সাউথ সুদানের রাজধানী জুবা’তে প্রেসিডেন্টের প্রাসাদ এবং জাতিসংঘ ক্যাম্পের কাছে দেশটির এবং প্রথম উপ-রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।

বন্দুকযুদ্ধে উভয় পক্ষের কমপক্ষে ১৫০ জন প্রাণ হারায় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষিপ্তভাবে সংঘর্ষ এবং থেমে থেমে গোলাগুলি চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ।