চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সাউথ কোরিয়ায় পা রাখলেন কিম জং উন

প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এর সঙ্গে সাক্ষাৎ করতে সাউথ কোরিয়া পৌছেছেন নর্থ কোরীয় নেতা কিম জং ঊন।  ১৯৫৩ সালের কোরিয়া যুদ্ধের পর ৬৫ বছরে এই প্রথম কোনো নর্থ কোরিয়ান নেতা প্রথম পা রাখলেন সাউথ কোরিয়ায়।

সীমান্ত রেখায় তাকে স্বাগত জানান সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। কোরীয় উপদ্বীপ বিভক্তকারী সীমান্ত রেখার কাছে পানমুনজামের ডিমিলিটারাইজড এলাকার পিস হাউসে, স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় আনুষ্ঠানিক বৈঠকে বসার কথা দুই নেতার।

পরে বৈঠকে নর্থ কোরিয়ার উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারাও অংশ নেবেন। ঐতিহাসিক বৈঠকে নর্থ কোরিয়ার পরমাণুসহ দুই কোরিয়ার মধ্যে চলমান কয়েক বছরের উত্তেজনা কমানোর বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

সফরে কিমের সঙ্গে রয়েছেন তার বোন কিম ইয়ো-জোং সহ নয় শীর্ষ কর্মকর্তা। রয়েছে তার স্ত্রী রি সোল জু।