চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাউথ আফ্রিকার পার্লামেন্টে আগুনের ঘটনায় আটক ১

সাউথ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুনের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

কেপটাউনে অবস্থিত পার্লামেন্ট ভবনের আগুন প্রায় ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনার কথা জানায় ফায়ার সার্ভিস।

এ ঘটনাকে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ‘ভীতিকর ও বিধ্বংসী’ বলে উল্লেখ করেছেন। পার্লামেন্টের কার্যক্রম চালিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।

কর্তৃপক্ষ জানায়, তৃতীয় তলায় অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ন্যাশনাল এসেম্বলি কক্ষে দ্রুত ছড়িয়ে পড়ে।

পার্লামেন্টে কোনো চলমান সেশন না থাকায় ও ছুটির দিন হওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।