চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাউথে প্রথম পর্যায়ের বৈঠক শেষ করলেন কিম জং উন

সাউথ কোরিয়ার পানমুনজামে নর্থ কোরীয় নেতা কিম জং উন ও সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন এর প্রথম পর্যায়ের বৈঠক শেষ হয়েছে।

ঐতিহাসিক এ বৈঠককে আনন্দদায়ক ও বন্ধুত্বপূর্ণ বলে আখ্যা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার মুখপাত্র। বৈঠক শেষে প্রেসিডেন্ট মুনের মুখপাত্র জানান, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন মুন, কিমও রাজী হয়েছেন। এ বৈঠকের ফলে দু’দেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা প্রকাশ তারা।

এরআগে প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এর সঙ্গে সাক্ষাৎ করতে নর্থ কোরীয় নেতা কিম জং উন সাউথ কোরিয়ায় পৌঁছালে সীমান্তের সামরিক সীমারেখায় তাকে স্বাগত জানান দক্ষিণের প্রেসিডেন্ট মুন জায়ে ইন।

১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধের পর এই প্রথম কোনো নর্থ কোরীয় নেতা সীমান্ত অতিক্রম করলেন।