চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাঈদ খোকনের ‘নতুন ঢাকা’ তৈরির মিশন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন শপথ গ্রহণ শেষে ‘নতুন ঢাকা’ তৈরির মিশন শুরুর কথা জানান। ঢাকা শহরের ময়লা আবর্জনা দূর করাই তার প্রথম অগ্রাধিকার জানিয়ে খোকন বলেন, “ভাঙ্গা রাস্তাঘাট ঠিক করবো। অধিকাংশ স্ট্রিট লাইট নষ্ট হয়ে পড়ে আছে। সেগুলো ঠিক করা হবে।”

প্রথম দিন অফিস না করলেও সবাইকে নিয়ে নতুন ঢাকা তৈরির জন্য তার প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন। নাগরিক সুবিধা বাড়ানো নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা উত্তরের আনিসুল হক, দক্ষিণের সাঈদ খোকন এবং চট্টগ্রামের আ জ ম নাসিরকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শপথ নিয়েই নবনির্বাচিত এই তিন মেয়র ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন আজিমপুর কবরস্থানে তার বাবা সাবেক মেয়র মো. হানিফের কবর জিয়ারত করেন।

বৃহস্পতিবার সকালে মেয়র হিসেবে দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রথম অফিস করবেন সাঈদ খোকন।