চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাংহাইতে জোকোভিচের রেকর্ড চতুর্থ শিরোপা

সাংহাই ওপেনে রেকর্ড চর্তুথ শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ। রোববার ১৩তম বাছাই ক্রোয়েশিয়ার বোর্না করিককে ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জেতেন সার্বিয়ান সুপারস্টার।

দ্বিতীয় বাছাই জোকোভিচ চারবার সাংহাই ওপেনের ফাইনালে উঠে চারবারই শিরোপা জিতলেন। এর আগে ২০১২, ২০১৩ ও ২০১৫তে এই টুর্নামেন্টের শিরোপা জেতেন। তিনবার জিতে অ্যান্ডি মারের সঙ্গে এতদিন যৌথভাবে রেকর্ড ভাগাভাগি করছিলেন জোকোভিচ।

চীনের মাটিতে জোকোভিচের রেকর্ডটা এখন ১১-০। সাংহাই ওপেন ছাড়াও ছয়বার তিনি বেইজিং টুর্নামেন্টে শিরোপা জিতেছেন। আর সাংহাইতেই টেনিস মাস্টার্স কাপে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

এই নিয়ে চলতি মৌসুমে চারটি শিরোপা জিতলেন জোকেভিচ। সেই সঙ্গে রজার ফেদেরারকে তিনে ঠেলে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠেছেন সার্ব তারকা।

এই ম্যাচে আরও একটি নজির গড়েছেন জোকোভিচ। টানা ১৮ ম্যাচ জিতে পুরুষ টেনিস খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে লম্বা মৌসুম অপরাজিত তিনি। তার আগে এক বছরে এত লম্বা সময় জয়ের মধ্যে ছিলেন ফেদেরার ও রাফায়েল নাদাল। দুজনেরই জয় ছিল ১৭টি ম্যাচে।