চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সর্বাধিক বিক্রিত ৭৩৭ তৈরি কমিয়ে দিচ্ছে বোয়িং

ইন্দোনেশিয়া এবং ইথিওপিয়ায় পরপর দু’টি ভয়াবহ দুর্ঘটনার পর বিশ্বখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং তার সর্বাধিক বিক্রিত সিরিজ ৭৩৭ তৈরি আপাতত কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝি থেকে এই সিরিজের উড়োজাহাজ নির্মাণ মাসে ৫২টি থেকে কমিয়ে ৪২-এ আনা হবে।

সর্বশেষ গত ১০ মার্চ ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট মডেলের উড়োজাহাজটি ভূপাতিত হয়ে ১৫৭ আরোহী নিহত হওয়ার ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ সরবরাহ বন্ধের নির্দেশের প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নিলো বোয়িং।

মডেলটির অ্যান্টি-স্টল প্রযুক্তিতে (উড়োজাহাজের দিক পরিবর্তনের একটি বিশেষ প্রযুক্তি) ত্রুটি থাকার কারণে বর্তমানে এ মডেলের সবগুলো উড়োজাহাজ গ্রাউন্ড করা আছে