চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সম্রাটের অবস্থা স্থিতিশীল, পর্যবেক্ষণে থাকবেন ২৪ ঘণ্টা: ডা. আফজালুর রহমান

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের অবস্থা স্থিতিশীল, তবে তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন জাতীয় হৃদরোগ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান।

সম্রাটের শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত বোর্ড মিটিং শেষে মঙ্গলবার বিকেল সোয়া তিনটায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. আফজালুর রহমান বলেন, একজন হৃদরোগের রোগী ভর্তি হলে যা যা পরীক্ষা নিরীক্ষা দরকার সেসবই করা হচ্ছে। সম্রাটের চিকিৎসায় ৭ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে এই চিকিৎসক জানিয়েছিলেন, সম্রাটের চিকিৎসার জন্য তাকে প্রধান করে অস্থায়ী ভিত্তিতে তিন সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এই টিমের পর্যবেক্ষণে সম্রাটের চিকিৎসা চলছে। ওই মেডিক্যাল টিমে আরও রয়েছেন ডা. আশরাফুল হক সিয়াম এবং ডা. আর এম খান।

গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে সম্রাট হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউ-১ বিভাগের বেড নম্বর-৩ এ ভর্তি আছেন। সোমবার রাতে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিক্যালে নেয়া হলে পরিস্থিতি বিবেচনায় সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে সম্রাটকে সিসিইউতে নেয়া হয়।